
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামে একটি পারিবারিক কবরস্থানে ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ওই কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিলালপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের পুত্র আবদুর রহিম ও আবদুল হালিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে ওই জমিতে কবরস্থান পরিচালনা করে আসছেন। কবরস্থানের পাশেই রয়েছে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।
অভিযোগে বলা হয়, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের নির্দেশে এবং স্থানীয় নুরুজ্জামান বদরুলের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ছাত্র কবরস্থানে হামলা চালায়। তারা কবরস্থানের সাইনবোর্ড ও বেড়া ভেঙে ফেলে, পিলার উপড়ে দেয় এবং মাটি কেটে নেয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এসময় হামলাকারীরা কবরস্থানের মালিক পরিবারের বাড়িতেও ঢিল ছুড়ে ও ভাঙচুর চালায়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
কবরস্থানের পক্ষের লোকজনের অভিযোগ, প্রধান শিক্ষক রুহুল আমিন দুই পরিবারের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে জমি সংক্রান্ত বিরোধে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি করছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দেনদরবার হলেও প্রধান শিক্ষক সমাধানে রাজি হননি।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “দিলালপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের বি.আর.এস ২২৩৬ ও ২২৪৯ নম্বর দাগের মধ্যবর্তী সীমানা নির্ধারণে সরকারী সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে।” তবে অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক সরকারি পরিমাপে কোনো সহযোগিতা করেননি।
অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “বিদ্যালয়ের বাউন্ডারির পরেও বিদ্যালয়ের জায়গা রয়েছে। বিষয়টি নিয়ে একাধিক দেনদরবার হলেও এখনো কোনো সমাধান হয়নি।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।