1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নান্দাইলের দিলালপুরে কবরস্থানে ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ — শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
নান্দাইলের দিলালপুরে কবরস্থানে ভাঙচুর ও বাড়িতে হামলা — প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্দেশনা ও অনৈতিক প্রভাবের অভিযোগ স্থানীয়দের।
নান্দাইলের দিলালপুরে কবরস্থানে ভাঙচুর ও বাড়িতে হামলা — প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্দেশনা ও অনৈতিক প্রভাবের অভিযোগ স্থানীয়দের।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামে একটি পারিবারিক কবরস্থানে ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ওই কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিলালপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের পুত্র আবদুর রহিম ও আবদুল হালিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে ওই জমিতে কবরস্থান পরিচালনা করে আসছেন। কবরস্থানের পাশেই রয়েছে বিদ্যালয়ের সীমানা প্রাচীর।

অভিযোগে বলা হয়, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের নির্দেশে এবং স্থানীয় নুরুজ্জামান বদরুলের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ছাত্র কবরস্থানে হামলা চালায়। তারা কবরস্থানের সাইনবোর্ড ও বেড়া ভেঙে ফেলে, পিলার উপড়ে দেয় এবং মাটি কেটে নেয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এসময় হামলাকারীরা কবরস্থানের মালিক পরিবারের বাড়িতেও ঢিল ছুড়ে ও ভাঙচুর চালায়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

কবরস্থানের পক্ষের লোকজনের অভিযোগ, প্রধান শিক্ষক রুহুল আমিন দুই পরিবারের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে জমি সংক্রান্ত বিরোধে ইচ্ছাকৃতভাবে গোলযোগ সৃষ্টি করছেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দেনদরবার হলেও প্রধান শিক্ষক সমাধানে রাজি হননি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “দিলালপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের বি.আর.এস ২২৩৬ ও ২২৪৯ নম্বর দাগের মধ্যবর্তী সীমানা নির্ধারণে সরকারী সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে।” তবে অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক সরকারি পরিমাপে কোনো সহযোগিতা করেননি।

অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “বিদ্যালয়ের বাউন্ডারির পরেও বিদ্যালয়ের জায়গা রয়েছে। বিষয়টি নিয়ে একাধিক দেনদরবার হলেও এখনো কোনো সমাধান হয়নি।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট