বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার তদবিরে পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বিপ্লবকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিপ্লবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। অনেকেই মন্তব্য করেছেন—এ সিদ্ধান্ত ত্যাগী নেতাদের প্রতি অবিচার এবং দলবিরোধী ষড়যন্ত্রের ফলাফল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব গত ১৬-১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে একাধিকবার কারাবরণ করেছেন। তাঁর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জুঁথিও স্থানীয়ভাবে বৈষম্যবিরোধী ও একদফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, সম্প্রতি ৪নং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি শোভন তার ফেসবুক আইডিতে বিএনপির বিরুদ্ধে কটূক্তিমূলক পোস্ট দেন। এর প্রতিবাদে বিপ্লব নিজের আইডিতে প্রতিবাদ জানালে শোভন পৌর বিএনপির একটি অংশের সহায়তায় সাবেক এমপি আবুল হোসেন খানের বাসায় গিয়ে বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ তোলেন। অভিযোগের পরপরই বিপ্লবকে অব্যাহতি দেওয়া হয় বলে দাবি করেছেন নেতাকর্মীরা।
বিপ্লবকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন তার ফেসবুকে উল্লাস প্রকাশ করে লেখেন:
“স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপি থেকে জামাল হোসেন বিপ্লবকে অব্যাহতি দেওয়ায় ধন্যবাদ আবুল হোসেন কাকাকে।”
এই ঘটনাকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন মনির তার ফেসবুকে লেখেন,
“ছাত্রলীগ নেতার সাথে অশোভন আচরণের অভিযোগে ত্যাগী নেতা বিপ্লব ভাই বহিষ্কার—এ যেন রাজনৈতিক প্রতিহিংসা।”
এ বিষয়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন,
“উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে আওয়ামী ঘরানার লোক পদ পেয়েছেন। অথচ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার তদবিরে জেলখাটা ত্যাগী নেতাকে অব্যাহতি দেওয়া হলো—এটা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে জামাল হোসেন বিপ্লব বলেন,
“কোনো কারণ না জানিয়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে ছিলাম এবং একাধিকবার জেল খেটেছি। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও বিষয়টি কষ্টদায়ক।”
পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার জানান,
“সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিপ্লবকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সুপারিশেই অব্যাহতি দেওয়া হয়েছে কি না—এ প্রশ্নে তিনি কোনো জবাব দেননি।