1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫ সংক্রান্ত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত রাণীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

দল ভারি নয়, আদর্শে শক্তিশালী বিএনপি গড়তে হবে — পাইকগাছায় যুব সমাবেশে ড. আসাদুজ্জামান রিপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
পাইকগাছা শহীদ মিনার চত্বরে যুবদলের আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
পাইকগাছা শহীদ মিনার চত্বরে যুবদলের আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,

“ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। আমাদের লক্ষ্য হতে হবে আদর্শে দৃঢ় ও নীতিনিষ্ঠ বিএনপি গড়া।”

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে খুলনার পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রিপন বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে। তিনি অভিযোগ করে বলেন,

“গুম, খুন, মিথ্যা মামলা ও লুটপাটের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত গণআন্দোলনের মুখে ৫ আগস্টে তাদের পতন ঘটে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।”

তিনি আরও বলেন,

“ভবিষ্যতে বিএনপিতে কোনো দুর্বৃত্ত, চাঁদাবাজ বা অপরাধীর জায়গা হবে না। নীতিনিষ্ঠ, কর্মঠ ও ত্যাগী নেতাকর্মীরাই হবে আমাদের শক্তি।”

বিএনপির এই শীর্ষ নেতা আশা প্রকাশ করেন,

“দেশের মানুষ আবারও ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় বসাবে।”

পিআর (Proportional Representation) পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন,

“পিআর পদ্ধতি দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য। জামায়াতে ইসলামী গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ইহুদি পদ্ধতির পিআর নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত, কিন্তু এদেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।”

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারি হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত এবং সদস্য সচিব নাদিমুজ্জামান।

সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুল এবং সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব ইমরান সরদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক, পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ সেলিম নেওয়াজ, উপজেলা ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষসহ হাজারো নেতাকর্মী।

শহীদ মিনার চত্বরে জনসমাগমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ যুব সমাবেশে বক্তারা দলীয় ঐক্য ও নীতিনিষ্ঠ নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট