
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” — এই শ্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি, এবং সঞ্চালনা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অফিসার সেলপ মনোতোষ কুমার পাল এবং কমিউনিটি অর্গানাইজার শারমিন আক্তার।
অনুভূতি প্রকাশ করেন স্বপ্নসারথী দলের দুই সদস্য মাহমুদা মাহজুবা সারামনি ও মিথিলা রায় প্রিয়া।
অনুষ্ঠানে উপজেলার ১০টি স্বপ্নসারথী দলের ৩২ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীর হাতে সনদপত্র, ফুল ও স্মারক মগ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ফারজানা আক্তার ববি বলেন, “১৮ বছর পার করা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ। এখন তোমাদের দায়িত্ব অন্য কিশোরীদের বাল্যবিয়ে রোধে সচেতন করা। নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও সকল ক্ষেত্রে অংশগ্রহণই উন্নয়নের চাবিকাঠি।”