নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“Be a Hand Washing Hero — হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নান্দাইলের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। তিনি বলেন, “হাত ধোয়ার অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, টাইফয়েড, কলেরা, করোনা ও ইনফ্লুয়েঞ্জাসহ নানা সংক্রামক রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি।” তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয় উভয়কেই সচেতন ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী এই আয়োজনে নান্দাইলবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।