1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

পঞ্চগড়ের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি এইচএসসিতে — এক অধ্যক্ষের ব্যাখ্যা, “ভর্তি হওয়ার পর সবার বিয়ে হয়ে গেছে”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের বোদা উপজেলার একটি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর হতাশ শিক্ষার্থীরা
এইচএসসি পরীক্ষায় পঞ্চগড়ের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের হার — অধ্যক্ষের ব্যাখ্যায় শিক্ষামহলে চাঞ্চল্য।

মনজু হোসেন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


জেলায় তিন কলেজের ‘শূন্য’ পাসের হার, শিক্ষা কর্মকর্তার তদন্তের নির্দেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।

পঞ্চগড়ের ওই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—

  • বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ,

  • মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এবং

  • তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ।

তিনটি প্রতিষ্ঠানই এখনো এমপিওভুক্ত নয়।


কেন এমন ফলাফল?

মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ বলেন,

“আমাদের কলেজ শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। কয়েক বছর ধরে শিক্ষক সংকট চলছে। এজন্য একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।”

আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন,

“আমাদের কলেজের চারজনের মধ্যে দুজন পরীক্ষায় অংশ নিয়েছিল। দুজনই ভালো লিখেছে, তবে ফলাফলে কেউ পাস করেনি। আমরা বোর্ড চ্যালেঞ্জ করব।”

আর বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন,

“ভর্তি হওয়ার পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই তারা আর পড়াশোনায় মন দিতে পারেনি। এজন্য কেউ পাস করতে পারেনি।”


ফলাফলের পরিসংখ্যান

  • বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ১২ জন শিক্ষার্থী, অনুপস্থিত ৪ জন।

  • মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ১ জন।

  • আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন শিক্ষার্থী, অনুপস্থিত ২ জন।

তিন প্রতিষ্ঠানের কেউই উত্তীর্ণ হতে পারেনি।


শিক্ষা বিভাগের প্রতিক্রিয়া

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন,

“যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, তাদেরকে শোকজ করা হবে। আমরা কারণ খুঁজে বের করব এবং ভবিষ্যতে যাতে এমন না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট