1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩৯ বিজিবির কঠোর পদক্ষেপ রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫ সংক্রান্ত গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাকেরগঞ্জে প্রকাশ্যে ইলিশ বিক্রি, প্রশাসনের নজরদারি শিথিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে নদীর পাড়ে জেলেদের ধরা ইলিশ মাছ বিক্রির দৃশ্য, নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে প্রকাশ্যে বিক্রি চলছে।
নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বাকেরগঞ্জে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ — ছবি: নিজস্ব

নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে প্রকাশ্যে ইলিশ বিক্রি চলছে। স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায় এলাকাজুড়ে গড়ে উঠেছে এক সক্রিয় সিন্ডিকেট, যা প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

সরেজমিনে দেখা গেছে, নিয়ামতি বন্দর বাজার, মহেশপুর বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত খোলামেলা ভাবে ইলিশ বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন মহেশপুর এলাকার আলামিন নামে এক যুবক। নিষেধাজ্ঞার মধ্যেও কম দামে ইলিশ বিক্রির খবর ছড়িয়ে পড়ায় অনেক ক্রেতা গোপনে এসব মাছ ক্রয় করছেন। ফলে সরকারের কঠোর নির্দেশনা কার্যত ভেস্তে যাচ্ছে।

এমনকি বিক্রেতা আল আমিন নিজের ফেসবুক আইডিতেও ইলিশ বিক্রির ছবি প্রকাশ করেছেন, যা স্থানীয়ভাবে সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি নিজে নদীতে মাছ ধরি না, তবে প্রয়োজন হলে জেলেদের মাধ্যমে ব্যবস্থা করে দিতে পারি।”

১৭ অক্টোবর (শুক্রবার) সকালে নিয়ামতি ইউনিয়নের বিষখালী নদীর পাড়ে গিয়ে দেখা যায়, দলবেঁধে জেলেরা নদীতে ইলিশ ধরছে এবং বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালীর আশ্রয়ে জেলেরা এখন প্রকাশ্যে নদী থেকে ইলিশ শিকার করছে বলে অভিযোগ উঠেছে।

অস্থায়ী হাটে বিক্রি করা এসব ইলিশের দাম ১ কেজির বেশি ওজনের ক্ষেত্রে ১,০০০ থেকে ১,৬০০ টাকা এবং ছোট ইলিশ ৫০০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র দেখা গেছে কলসকাঠী, কবাই, ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়নের নদীগুলোতেও।

এক স্থানীয় জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাতে জাল ফেলে ইলিশ ধরা হয়, ভোরে গোপনে বাজারে বিক্রি করে দেওয়া হয়।”

উল্লেখ্য, ইলিশের প্রজনন রক্ষায় সরকার গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সময়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। তবে কিছু জেলে নিয়ম ভেঙে মাছ ধরছে—এমন খবর পেয়েছি। শিগগিরই সেখানে অভিযান চালানো হবে। জনবল সংকটের কারণে শতভাগ সফলতা অর্জন কঠিন হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট