1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের সময় প্রধান অতিথি ড. ওবায়দুল ইসলাম
উপাচার্য ড. ওবায়দুল ইসলাম পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করছেন, অনুষ্ঠানে শিক্ষক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেছেন,

“নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি।”

শনিবার পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পাইকগাছা ও কয়রার মানুষের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।

  • সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস।

  • সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজ উল আলম।

  • বিশেষ অতিথি ছিলেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আল দীন, যিনি বলেন,

“১৯৯২ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে আজীবন শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —

  • পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়,

  • সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী,

  • প্রেসক্লাব সভাপতি এফ. এম. এ. আব্দুর রাজ্জাক,

  • রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান,
    এছাড়া শিক্ষক ও সাংবাদিক সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ।

উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে পাইকগাছা ও আশেপাশের এলাকার মানুষ শিক্ষার সুবিধা সরাসরি পাবে। এটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যকে আরও বিস্তৃত করবে এবং শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট