বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদের সহস্রাধিক ইমামের উপস্থিতিতে সভাটি একটি ইমাম সম্মেলনে রূপ নেয়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তন এই আলোচনা সভার আয়োজক হয়।
সভায় সভাপতিত্ব করেন এফসিএ মাহমুদ হোসেন।
প্রধান আলোচক: ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ
বিশেষ আলোচক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি
বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন,
আল আকসা আমাদের। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ।
পুরো এলাকা ও স্থাপনাকে হারাম আল শরীফ বলা হয়।
ইসলামের বর্ণনা অনুযায়ী, মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে উর্ধাকাশের দিকে যাত্রা শুরু করেছিলেন।
বক্তারা আরও উল্লেখ করেন, আমাদের প্রতিটি মসজিদ, বিশেষ করে মসজিদুল আল আকসা, ইমাম ও মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় সম্মান রক্ষা করতে হবে।
আলোচনা সভার মাধ্যমে মসজিদ ভিত্তিক শিক্ষার গুরুত্ব ও সমাজে ন্যায়পরায়ণতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার ভূমিকা নিয়ে ইমামদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।