1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে সরকারি ভূমি ব্যক্তির নামে রেকর্ড করার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীর মাইজদীতে ভুক্তভোগী ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনে সরকারি জমি রেকর্ড নিয়ে অভিযোগ করছেন।
নোয়াখালীর মাইজদীতে সরকারি ভূমি ব্যক্তির নামে রেকর্ড করার অভিযোগে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা — ছবি: প্রতিনিধি

মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার

নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণপূর্ত বিভাগের লিজকৃত সরকারি জমি ব্যক্তির নামে অবৈধভাবে রেকর্ড ও খতিয়ান করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, এক ব্যবসায়ী নিজের লিজের দোকানের পাশাপাশি অন্যের লিজকৃত দোকানভিটিও নিজের নামে খতিয়ান করার চেষ্টা করছেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের একটি কনভেনশন হলে ভুক্তভোগী আলা উদ্দিন ও তার ভাই এম কাউসার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ উত্থাপন করেন।

এম কাউসার জানান,

“আমরা ১৯৯৯ সালে মাইজদী সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের পাশে গণপূর্ত বিভাগ থেকে একটি দোকান ভিটি লিজ নিয়ে ‘মালিহা কম্পিউটার অ্যান্ড ফটোকপি’ নামে ব্যবসা চালিয়ে আসছি। আমরা নিয়মিত খাজনা দিয়ে আসলেও পাশের দোকান ‘ইউরো শপিং কমপ্লেক্স’-এর মালিক বাচ্চু মিয়া সরকারি কর্মকর্তাদের সহায়তায় আমাদের দোকানভিটিসহ সরকারি জায়গা নিজের নামে খতিয়ান করেছেন।”

তিনি আরও বলেন,

“বাচ্চু মিয়া শুধু তার নিজ লিজের দোকান নয়, আমাদের দোকানটিও নিজের নামে রেকর্ড করার চেষ্টা করছেন। বিষয়টি আমরা গণপূর্ত ও ভূমি বিভাগে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে গণমাধ্যমের দ্বারস্থ হয়েছি।”

অভিযুক্ত ইউরো শপিং কমপ্লেক্সের মালিক বাচ্চু মিয়া বলেন,

“ওই জায়গা আমি সরকার থেকে স্থায়ী বন্দোবস্ত নিয়েছি। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট রয়েছে, তাই সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটি গণপূর্তের জায়গা নয়, বরং আমাদের মৌরসিপ্রাপ্ত সম্পত্তি।”

এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন,

“আমি সদ্য জেলায় যোগদান করেছি। অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, জেলা শহরের কেন্দ্রে অবস্থিত এ জমিটি বহু বছর ধরে গণপূর্ত বিভাগের লিজকৃত সরকারি সম্পত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময় কিছু প্রভাবশালী ব্যক্তি দপ্তরের ভেতরের অসাধু চক্রের সঙ্গে যোগসাজশ করে জমি দখল ও রেকর্ড পরিবর্তনের পাঁয়তারা চালাচ্ছে।

ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট