
আঃ হামিদ (মধুপুর), টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের ৮০ বছর বয়সী বিধবা রহিমা বেগম এখনও বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পাননি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তিনি মৃত দুলাল হোসেনের স্ত্রী।
রহিমা বেগম জানান, তার চার ছেলে সবাই বিয়ে করে পৃথক হওয়ায় সংসারে অভাব অনটন লেগেই আছে। প্রায় ৬–৭ মাস আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তাঁর জীবনযাপন আরও কঠিন হয়ে উঠেছে। বাড়ির ভিটা ছাড়া কোনো আবাদি জমি নেই।
তিনি আরও জানান, এক বছর আগে ভাতার জন্য আবেদন করেছিলেন, কিন্তু এখনো কোন ভাতার কার্ড পাননি। মৃত্যুর আগে ভাতার কার্ডের সুব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিনি সুদৃষ্টি কামনা করেছেন।