
মাহফুজুর রহমান সাইমন, ইসলামপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের হরিণদরা দশআনি নদী থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি ইসলামপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ডুম সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারকালে স্থানীয়রা উপস্থিত ছিলেন এবং পুলিশকে সহায়তা করেন। মৃত ব্যক্তির সঠিক পরিচয় এখনও নিশ্চিত হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, নদী এলাকাটি মানুষজনের জন্য নিরাপদ এলাকা নয়, এবং এখানে মাঝে মাঝে নদী থেকে মৃতদেহ ভেসে আসার ঘটনা ঘটে।
ডিগ্রীচর তদন্তকেন্দ্রের এসআই মোঃ সুরুজ আলী সংবাদদাতাকে জানান,
“খবর পাওয়ার পর আমরা ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয়দের সহায়তায় বেলা আনুমানিক ৩টা ৩০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য **পিবিআই’র সহায়তা চাওয়া হয়েছে।”
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ মৃতদেহের সঙ্গে থাকা কোনো ব্যক্তিগত সামগ্রী বা চিহ্নাদি সংগ্রহ করেছে, যা পরিচয় নির্ধারণে সহায়তা করবে। এছাড়া প্রাথমিকভাবে কোনো অপরাধজনিত ঘটনা হয়েছে কি না, তাও তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
স্থানীয়রা বলেন, “নদীতে ভাসমান মরদেহ পাওয়ার ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এই ধরনের ঘটনায় সতর্ক থাকতে বলেছেন। পুলিশকে দ্রুত তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে।”
ইসলামপুর থানা পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধারকালে পরিবার বা পরিচিতদের কোনো দাবি না থাকায় মরদেহটি বর্তমানে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া পর্যন্ত মরদেহ পিবিআই এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার হওয়া সাধারণ ঘটনা নয়। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন দুর্ঘটনা, অজ্ঞাতস্বত্বা বা অপরাধজনিত ঘটনা। তাই পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকেন্দ্র এ ঘটনায় সকল দিক খতিয়ে দেখছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় ইসলামপুর থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেয় এবং ঘটনাটি আইনানুগ তদন্তে অগ্রগতি করছে। পুলিশ মৃতদেহের পরিচয় শনাক্ত হওয়া পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালাবে।
এ ঘটনাটি এলাকায় সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। নদী পারাপারের সময় সতর্কতা ও নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।
এভাবে, ইসলামপুরে নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার হওয়া কেসটি এখনো তদন্তাধীন। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হলে ঘটনার প্রকৃত কারণও দ্রুত প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।