1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে” — আবুল হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা আবুল হোসেন খান
বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আবুল হোসেন খান।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেছেন,

“জাতীয়তাবাদী আদর্শ সবসময়ই সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী। বিএনপি জন্মলগ্ন থেকেই অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক। বাকেরগঞ্জে অসাম্প্রদায়িক ঐক্য সুদৃঢ়। যেকোনো মূল্যে বাকেরগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

রবিবার (৯ নভেম্বর) বেলা ১০টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট–এর উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বাকেরগঞ্জ উপজেলাধীন সকল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবুল হোসেন খান বলেন,

“এই নবগঠিত কমিটি প্রমাণ করে যে, বাকেরগঞ্জে বিএনপি শুধু সংখ্যাগরিষ্ঠের নয়, বরং প্রতিটি ধর্মীয় জনগোষ্ঠীর আস্থা ও ভরসার ঠিকানা। বর্তমানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।”

প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিএনপির সংহতি পুনর্ব্যক্ত করেন।

সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবগঠিত ইউনিয়ন কমিটির নেতারা উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তৃণমূল পর্যায়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যেকোনো হয়রানি রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং বিএনপির সকল গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।

উপজেলা বিএনপির শীর্ষ নেতারাও নবগঠিত কমিটিগুলোর মাধ্যমে তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিমাই কীর্তনীয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • বাকেরগঞ্জ পৌর বিএনপি সভাপতি নাসির জোমাদ্দার,

  • উপজেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া,

  • বরিশাল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মন্টু চন্দ্র বৈদ্য,

  • সদস্য সচিব কলিন্স রায়,

  • বাকেরগঞ্জ উপজেলা সদস্য সচিব গোপাল চন্দ্র দাস,
    এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং নবগঠিত ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট