
ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ. ক. ম. আনোয়ারুল ইসলাম চান। প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে জনসেবায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তবে তার গণসংযোগ কেবল প্রচারণায় সীমাবদ্ধ নয়; মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তিনি স্থানীয়দের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।
গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে অংশ নেন তিনি। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, খোঁজখবর নেওয়া এবং উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি তুলে ধরার পাশাপাশি, তিনি বাস্তবিক সহায়তাও প্রদান করেন।
গণসংযোগ চলাকালীন মো. ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে দেখেন কয়েকজন লোক ঘরের ছাল তুলতে কষ্ট পাচ্ছেন। বিষয়টি দেখে তিনি দ্বিধা না করে নিজেই সহযাত্রীদের নিয়ে সহায়তায় এগিয়ে আসেন এবং ছালটি যথাস্থানে তুলে দেন। এ দৃশ্য দেখে স্থানীয়রা অভিভূত হয়ে বলেন, “চান ভাই শুধু কথা বলেন না, কাজ করে দেখান।”
অন্যদিকে, গোসাইচান্দুরা গ্রামে গণসংযোগে গিয়ে চান কৃষকদের সঙ্গে ধান কাটার কাজে অংশ নেন। মাঠে নেমে ধান কাটার সেই দৃশ্য মুহূর্তেই এলাকাজুড়ে আলোচনায় আসে। কৃষকরা জানান, “একজন এমপি প্রার্থী হিসেবে তিনি আমাদের মাঠে এসে ধান কেটেছেন— এটা আমাদের জন্য গর্বের বিষয়। চান ভাই সত্যিই কৃষকের কষ্ট বোঝেন, তাই তিনি মানুষের মতো মানুষের পাশে থাকেন।”
অ্যাডভোকেট আ. ক. ম. আনোয়ারুল ইসলাম চান বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। জনতার দুঃখ-দুর্দশা দেখে চুপ থাকা যায় না। আমি বিশ্বাস করি, মানুষের সেবা করার মধ্য দিয়েই প্রকৃত রাজনীতি প্রতিষ্ঠিত হয়।”
স্থানীয়দের মতে, চান এখন শুধু একজন প্রার্থী নন, তিনি নান্দাইলের সাধারণ মানুষের প্রিয় মুখে পরিণত হয়েছেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি জনসেবামূলক কাজের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন।