
আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় ২য় সাময়িক পরীক্ষার ফলাফল-পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মাদ্রাসার চত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজন করা হয়।
২৪ নভেম্বর (সোমবার) দুপুরে নন্নী ঢেকরাপাড়ায় অবস্থিত মাদ্রাসার উদ্যোগে ফলাফল-পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বাদল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা রাজাবাড়ী জামিয়া আরাবিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা আলমগীর হোসাইন।
মহিলা মাদ্রাসাটির পরিচালক মুফতি আবু ইউসুফ-এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব সেলিম মিয়া এবং ঝিনাইগাতী উপজেলার জামিয়া খাতামুল আম্বিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ বয়ান ও মুনাজাতও সম্পন্ন হয়।
এসময় মাদ্রাসার ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, আলেম-ওলামা, অভিভাবক এবং এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।
হামিউস সুন্নাহ আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে মাদ্রাসার কার্যক্রমের সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।