মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় জগদল ডিগ্রি কলেজে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মানবিকতার জায়গা থেকে তার সুস্থতার জন্য দোয়া করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব।
তারা আরও জানান, জাতির যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোই জগদল কলেজের শিক্ষার্থীদের চেতনা। দোয়া মাহফিল সেই ধারাবাহিকতারই অংশ।
দোয়া মাহফিলের আয়োজক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই অসুস্থ। মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
মাহফিলে কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক, নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য আনিসুর রহমান আনিস, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহাফুর রহমান মমিন (মিশুক), সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক রিয়ন ইসলাম, দপ্তর সম্পাদক লাবলু রহমান নিজামসহ সকল শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মেহেদী হাসান বলেন, “খালেদা জিয়া দেশের জন্য অনেক কাজ করেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন। তাঁর অসুস্থতার খবর শুনে দেশজুড়ে মানুষ উদ্বিগ্ন। হাসপাতালে নেওয়ার সময় হাজারো মানুষ তাঁর গাড়িবহর দেখে ছুটে যায়। এক জন গর্ভধারিণী মায়ের যেমন মমতা থাকে—মাতৃভূমির মা হিসেবে বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসাও তেমনই।”
মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়।









