1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

নান্দাইলে শিক্ষক অনুপস্থিত, স্বেচ্ছাসেবীদের ভরসায় প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
নান্দাইলে শিক্ষক অনুপস্থিত, স্বেচ্ছাসেবীদের ভরসায় প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চলমান বার্ষিক পরীক্ষায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অনেক শিক্ষক দায়িত্বে না থাকায় বেশিরভাগ কেন্দ্রে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে পরীক্ষার নির্দেশনা থাকলেও শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীরা বিপাকে পড়ছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কিছু প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবীরা পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, বহু স্কুলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা পরীক্ষার খাতা, প্রশ্নপত্র বা দায়িত্ব পালন করতে উপস্থিত হননি। শ্রেণিকক্ষগুলোতে বসে থাকা শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রশ্নপত্র পায়নি। শেষ পর্যন্ত কিছু বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শিক্ষকরা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কর্মবিরতির মতো অবস্থান নিয়েছেন। কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও হচ্ছে না—এমন বিশৃঙ্খলায় পুরো উপজেলায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রশ্নপত্র থাকা সত্ত্বেও কিছু প্রধান শিক্ষক পরীক্ষা পরিচালনা না করে বিদ্যালয় ছেড়ে চলে গেছেন।

অভিভাবকদের ক্ষোভও বাড়ছে। তারা বলেন, “সারা বছর বাচ্চারা কষ্ট করে পড়েছে। এখন পরীক্ষার সময় শিক্ষকরা দায়িত্ব না নিলে আমরা কার কাছে যাব? স্বেচ্ছাসেবীদের দিয়ে তো পুরো পরীক্ষা ঠিকভাবে করানো সম্ভব নয়।” তাদের দাবি, এ পরিস্থিতি শিশুদের মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস জানায়, নান্দাইলে ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মঙ্গলবার ৭০টির পরীক্ষা অনুষ্ঠিত হলেও বাকি প্রতিষ্ঠানগুলোতে পরিস্থিতি অস্বাভাবিক।

অন্যদিকে মাঠপর্যায়ের শিক্ষকরা দাবি করছেন, দীর্ঘ দিনের বৈষম্য, পদোন্নতির সংকট, সমস্যার সমাধান না হওয়া এবং আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা ক্ষুব্ধ।

সব মিলিয়ে শিক্ষক অনুপস্থিতি, প্রশাসনিক দুর্বলতা ও অস্থিরতায় নান্দাইলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। চলমান বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবক ও সচেতন মহলে বাড়ছে গভীর উদ্বেগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট