মনোরঞ্জন চন্দ্র
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হানকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি সারাদেশে থানাগুলোর ওসিদের ব্যাপক বদলি করা হয়। সেই আদেশের অংশ হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ির সন্তান আব্দুল হাফিজ মো. রায়হানকে রাণীনগর থানার দায়িত্ব থেকে সরিয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বিদায়ী বক্তব্যে ওসি রায়হান বলেন,
“রাণীনগর থানায় দশ মাস দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক ভাইদের তথ্য সহায়তা অনন্য। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও জানান, দায়িত্ব পালনের পথে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং আগামীর পথচলার জন্য উপজেলাবাসীর কাছে দোয়া কামনা করেন।









