
ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ–২০২৫ উপলক্ষে আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়। নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সমাজে নারীর অগ্রযাত্রাকে উদ্যাপন করতেই এই বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে শিক্ষা, কর্মক্ষেত্রে সফলতা, মানবিক অবদান এবং সমাজসেবায় অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নান্দাইল উপজেলার পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন নান্দাইলের গর্ব, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম। সাহিত্যচর্চা, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অসামান্য ভূমিকার জন্য তিনি ‘অদম্য নারী’ সম্মানে ভূষিত হন।
নান্দাইলের সাংস্কৃতিক ও মানবিক অঙ্গনে সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন শেষে অবসর নেন। পাশাপাশি রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন এবং রাশেদা কাদের স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রসারে অগ্রণী ভূমিকা রাখছেন। বর্তমানে তিনি ধানমন্ডি স্পেশালাইজড হাসপাতালের পিএলসি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবনে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শহিদুল ইসলামের সহধর্মিণী। দাম্পত্য জীবনে দু’জনই উন্নয়ন, মানবসেবা ও সমাজ পরিবর্তনে নিজেদের ভূমিকা রেখে এক অনুকরণীয় উদাহরণ স্থাপন করেছেন।
সম্মাননা গ্রহণের পর সুফিয়া বেগম বলেন,
“নারীর অধিকার, শিক্ষা ও সৃজনশীলতা এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের বড় লক্ষ্য।”
তিনি আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি গ্রামের অবহেলিত শিশুদের জন্য বিনামূল্যে একটি মক্তব চালু করেছেন, যেখানে দরিদ্র পরিবারের শিশুরা কোনো খরচ ছাড়াই প্রাথমিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সরকারি দপ্তরের কর্মকর্তারা নারীর অগ্রযাত্রায় রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। বক্তাদের মতে, সুযোগ ও সহায়তা পেলে নারীরা সমাজের সবক্ষেত্রেই অদম্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম।
শেষে অদম্য নারীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতসহ অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানটি নান্দাইলে নারী জাগরণ, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের এক অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করে।