1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে
শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিজিবির কড়া নিরাপত্তা ও টহল কার্যক্রমের দৃশ্য
শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে বিজিবির কড়া নজরদারি।

মুহাম্মদ আবু হেলাল
শেরপুর প্রতিনিধি :

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১২ ডিসেম্বর অজ্ঞাতনামা সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। হামলার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ, সম্ভাব্য পালানোর রুট এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় সার্বিক নজরদারি জোরদার করতে স্থানীয় জনগণের সহযোগিতা নেওয়া হচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরতদের মাধ্যমে সন্দেহজনক চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিজিবি কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও এ বিষয়ে সহযোগিতা কামনা করেছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট