1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

শেরপুরে সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
শেরপুর পুলিশ লাইন্স একাডেমিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা চলাকালীন দৃশ্য
শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

শেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকদের তথ্যমতে, বৃত্তি পরীক্ষা দুটি ধাপে গ্রহণ করা হয়। প্রথম ধাপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা বিকেল ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা চলাকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বৃত্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার। তিনি পরীক্ষার হল পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় শেরপুর সদর উপজেলার মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ মেধা যাচাইয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে। অনেক শিক্ষার্থী জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করে এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

অভিভাবকরাও এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা মূল্যায়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে খুব শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে, যা তাদের শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা জানান, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নৈতিক ও সৃজনশীল শিক্ষার্থী গড়ে তোলাই এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।

সার্বিকভাবে, শেরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা–২০২৫ একটি সফল ও প্রশংসনীয় আয়োজন হিসেবে শিক্ষাঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট