
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (ঝিনাইগাতী–শ্রীবরদী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঝিনাইগাতীতে সর্বস্তরের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ঝিনাইগাতী বাজার ব্যবসায়ীদের আয়োজনে ধানহাটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোখলেছুর রহমান খাঁন মক্কুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, সদস্য সচিব মো. লুৎফর রহমান, বিসিআইসি সার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম প্রামাণিক, ধান ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি চাঁন বিডিআর, বস্ত্র সমিতির সহ-সভাপতি আল আমিন তালুকদার, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছামিউল হক, বই বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আজিজ, কাঁচামাল ব্যবসায়ী আব্দুল সালামসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মাহমুদুল হক রুবেল বলেন,
“ব্যবসায়ী সমাজ হচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা চাঁদাবাজি, হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে কোনোভাবেই ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।”
তিনি আরও বলেন,
“বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শেরপুর-৩ আসনের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করাই আমার অঙ্গীকার।”
সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন,
“দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
মতবিনিময় সভায় ঝিনাইগাতী বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।