1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা গাজীপুরের শ্রীপুরে ভেজাল সার কারাখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; কারখানা সীলগালা দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমকর্মীকে আসামি বানিয়ে মামলা: রংপুরে সাংবাদিকের অভিযোগ শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৪ লাখ টাকা জরিমানা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত ডিমলায় অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও জ্বালানি জব্দ লক্ষ্মীপুরে ২০ কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা চাটখিলে কালী মন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন দাবি করে কমিটির সংবাদ সম্মেলন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

আবুল হাশেম
রাজশাহী ব্যুরো:

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলায় তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার আনুষ্ঠানিকভাবে এ বিজয় মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মসংস্থান কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শফিউর রহমান শফিসহ বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ ও বিজয়ের স্মৃতিচারণ করেন।

তিন দিনব্যাপী আয়োজিত এ বিজয় মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, দেশীয় পণ্য ও হস্তশিল্পের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই বিজয় মেলা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজয়ের চেতনাকে আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট