মশিউর রহমান টুটুল, জামালপুর:
জামালপুরে গণমাধ্যমকর্মীদের জন্য ActionAid বেইসের উদ্যোগে সম্ভাবনাময় গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতি দায়িত্বশীলভাবে উপস্থাপন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ও ২০ ডিসেম্বর (শুক্র ও শনিবার) অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ প্রকল্প (ফেজ–২)-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জামালপুর শহরের উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ActionAid বেইসের উপ-পরিচালক (কর্মসূচি) কামরুল হাসান খন্দকার। কর্মশালায় জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার প্রায় ৩০ জন গণমাধ্যমকর্মী ও সংবাদদাতা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ActionAid বেইসের কর্মকর্তা মৌসুম ইসলাম ও তাবাসসুম উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এতে জেন্ডারভিত্তিক মিডিয়া রিপোর্টিং, সংবাদ সংগ্রহ, শিরোনাম ও ভাষা বিশ্লেষণ, ছবি ও শব্দচয়ন ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জেড এম মৌসুম ইসলাম বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার, শিশুবিবাহসহ বিভিন্ন প্রতিবন্ধকতা, এসবের সামাজিক প্রভাব এবং তা মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, ইতিবাচক লিঙ্গভিত্তিক সামাজিক মানদণ্ড ও দৃষ্টিভঙ্গি প্রচারে গণমাধ্যমের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য। পাশাপাশি ভবিষ্যতে করণীয় নির্ধারণ এবং ধারাবাহিক সহযোগিতার লক্ষ্যে ফলো-আপ কার্যক্রম পরিকল্পনা করা হবে।









