
হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে মাকে বেঁধে রেখে তার এক প্রতিবন্ধী মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমনের বিরুদ্ধে। গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মনিরুল বাসার লিমন ওই গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে এবং ৪নং ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
ঘটনার বিবরণ: স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লিমন ও তার অনুসারী একদল সন্ত্রাসী একই গ্রামের বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা শাহজাহানের স্ত্রীর হাত-পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে লিমনের নেতৃত্বে তারা ওই পরিবারের স্বামী-পরিত্যক্তা প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
আইনি পদক্ষেপ: এ ঘটনায় শুক্রবার (২৬ ডিসেম্বর) ভুক্তভোগীর পিতা শাহজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মামলা হওয়ার পরপরই ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনার পর থেকেই আসামি মনিরুল বাসার লিমন পলাতক রয়েছে।”
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একজন রাজনৈতিক নেতার এমন জঘন্য কর্মকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।