1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৪ জন গ্রেপ্তার শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা জানাজায় মায়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইলেন, তারেক রহমান জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ: শেষ বিদায়ে সিক্ত দেশনেত্রী খালেদা জিয়া লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শেষ বিদায়ে জনসমুদ্র: সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ২টায় শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটির উপরে নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন শ্যামনগরে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ও সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদীয় আসনে শনিবার পর্যন্ত মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবসহ অন্তত অর্ধডজন নেতা মাঠে সক্রিয় ছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তাঁর নাম ঘোষণার পরপরই প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে নামেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং তানভীর উদ্দিন রাজীবের অনুসারীরা।

দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির তিনজন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এতে করে ভোটের মাঠে দলীয় সমর্থন বিভক্ত হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

অন্যদিকে, এই আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ফলে নোয়াখালী-৬ আসনে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “শনিবার পর্যন্ত নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বিকেল পাঁচটার পর এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।”

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট