স্টাফ রিপোর্টার: মনজু হোসেন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দলের পার্টি অফিসে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক শোকসভায় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রী, আপসহীন গণতান্ত্রিক সংগ্রামী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর শূন্যতা দেশের রাজনীতিতে কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় শাসনব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করেছে।
শোকসভা শেষে পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শোকবার্তায় ব্যারিস্টার নওশাদ জমির মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার স্মরণে পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে আগামী দিনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করা হবে।









