1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৪ জন গ্রেপ্তার শেরপুর জেলা পুলিশের দুই পরিদর্শকের অবসরজনিত বিদায় সংবর্ধনা জানাজায় মায়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা চাইলেন, তারেক রহমান জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ: শেষ বিদায়ে সিক্ত দেশনেত্রী খালেদা জিয়া লাখো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শেষ বিদায়ে জনসমুদ্র: সংসদ ভবনে পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ, জানাজা ২টায় শেষ বিদায় জানাতে মানুষের ঢল: সংসদ ভবন এলাকায় জনসমুদ্র, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি কোটির উপরে নালিতাবাড়ীতে ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সম্পন্ন শ্যামনগরে ৩ দিনব্যাপী লবণ সহনশীল কৃষি ও সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক | ঢাকা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রুমিন ফারহানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দ্বন্দ্বের নেপথ্যে কী? দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব

ব্যারিস্টার রুমিন ফারহানা ওই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল জোটগতভাবে আসনটি ছেড়ে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। দলের হাই কমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনি মাঠে সক্রিয় হওয়ায় এই চরম ব্যবস্থা নিল বিএনপি।

রুমিন ফারহানার অবস্থান এর আগে রুমিন ফারহানা গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুত এবং প্রয়োজনে দল ছাড়তেও দ্বিধা করবেন না। তিনি বলেছিলেন, “প্রয়োজনে দল অবশ্যই ব্যবস্থা নেবে, তাতে বাধা দেওয়ার কিছু নেই।”

সংরক্ষিত নারী আসনের সাবেক এই সংসদ সদস্যের বহিষ্কারের খবরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট