1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে জমকালো আয়োজনে জেলা প্রশাসক T-20 ক্রিকেট টুর্নামেন্টের সমাপ্তি হিংসা নয়, সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাছুদুর রহমান মিলন বাঘায় ছাত্রদলের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকাবাসী বকশীগঞ্জে ভাগ্নের জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ মামার বিরুদ্ধে, বৃদ্ধা বোনকে পিটিয়ে জখম বাঘায় মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন, তবে ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় কৃষকরা টঙ্গীতে পৃথক দুই পোশাক কারখানায় আতঙ্ক: শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আফরোজা খানম ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযান: মাহিন্দ্র ও ট্রাকসহ ৫ যানবাহন আটক, মামলা দায়ের বাকেরগঞ্জে ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স

জয়পুরহাট-২ আসনে বিএনপির ৩ ‘বিদ্রোহী’ প্রার্থী, অপেক্ষা ২০ জানুয়ারির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
জয়পুরহাট-২ আসনে বিএনপির ৩ ‘বিদ্রোহী’ প্রার্থী, অপেক্ষা ২০ জানুয়ারির

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার | ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। তবে তাকে চ্যালেঞ্জ জানিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের আরও ৩ হেভিওয়েট নেতা।

মনোনয়ন জমা দেওয়া এই তিন নেতা হলেন— সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ওমান বিএনপির কার্যকরী সদস্য ও সিআইপি ইঞ্জিনিয়ার আমিনুর রহমান এবং সাবেক ছাত্রনেতা আব্বাস আলী। তারা সবাই বিএনপির মূল মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মনোনয়ন পরিবর্তনের আশায় প্রার্থীরা

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। বিদ্রোহী প্রার্থীরা আশা করছেন, শেষ মুহূর্তে দল হয়তো তাদের জনপ্রিয়তার কথা বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আনবে এবং তাদেরই ধানের শীষের চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেবে। মূলত এই আশাতেই তারা স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীদের বক্তব্য

সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “২০০৮ সালে বিএনপির দুঃসময়ে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের পাশে থেকে মামলা-হামলার শিকার হয়েছি। এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। দল শেষ পর্যন্ত আমাকে বিবেচনা করলে বিপুল ভোটে জয়ী হবো।” তবে দল সিদ্ধান্ত না বদলালে বিদ্রোহী প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকার ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, ওমান প্রবাসী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সিআইপি) জানান, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন, “তারেক রহমান যে তরুণ নেতৃত্বের কথা বলেছেন, সেই বিবেচনায় আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে দল যাকে চূড়ান্ত করবে আমি তার পক্ষেই কাজ করব, বিদ্রোহী হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকব না।”

অন্যান্য প্রার্থী ও নির্বাচনী পরিসংখ্যান

এই আসনে শুধু বিএনপি নয়, অন্যান্য দলের প্রার্থীরাও সক্রিয় রয়েছেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) এস এ জাহিদও এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একনজরে জয়পুরহাট-২ আসনের সমীকরণ:

  • উপজেলা: কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর (৩টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন)।

  • মোট ভোটার: ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন।

  • নারী-পুরুষ বিন্যাস: পুরুষ ১,৭৪,১৭৭ জন; নারী ১,৭৭,৩৯৩ জন এবং হিজড়া ০২ জন।

  • ভোটকেন্দ্র: ১০৪টি স্থায়ী কেন্দ্র এবং ৬৭৫টি স্থায়ী ভোটকক্ষ।

এখন দেখার বিষয়, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জয়পুরহাট-২ আসনের এই বিদ্রোহী প্রার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন কি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট