1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ উত্তরা ইপিজেডে রণক্ষেত্র: শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

বাকেরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচন করবেন অগ্নিসেনা সোস্যাল ফাউন্ডেশনের তুহিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
বরিশালের বাকেরগঞ্জ-৬ আসনে নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন টিএম জহিরুল হক তুহিন
বরিশালের বাকেরগঞ্জ-৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অগ্নিসেনা সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল হক তুহিন।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অগ্নিসেনা সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা টিএম জহিরুল হক তুহিন। বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

মতবিনিময়কালে টিএম জহিরুল হক তুহিন বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের জন্য সঠিক নেতৃত্বের বিকল্প নেই। জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করাই তাঁর জীবনের লক্ষ্য। তিনি বলেন—
“অতীতেও বাকেরগঞ্জবাসীর পাশে ছিলাম, আজীবন থাকবো। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার মাতৃভূমি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবো।”

তুহিন আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। তাঁর সংগঠন অগ্নিসেনা সোস্যাল ফাউন্ডেশনন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।

টিএম জহিরুল হক তুহিন অতীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। সে সময় নির্বাচন নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়—
“ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিয়ে আমাকে হারিয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমি আবারও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।”

তিনি স্পষ্টভাবে জানান যে, তিনি বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মনোনয়ন দিলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তুহিন সাংবাদিকদের জানান, সাবেক এমপি আবুল হোসেন খানের রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব বণ্টনে অনিয়মের কারণে অনেক নেতাকর্মী ক্ষুব্ধ। সোহেল ফরাজী, কামরুল হাসান রুবেল ও ফারুক মৃধাকে সভাপতি করার প্রক্রিয়া নিয়ে তৃণমূল নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। এসব কারণে স্থানীয় বিএনপির ভেতরে বিভক্তি দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাকেরগঞ্জ আসনে তুহিন প্রার্থী হলে অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। কারণ তিনি তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সামাজিকভাবে সক্রিয় একজন ব্যক্তি।

টিএম জহিরুল হক তুহিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের বাসিন্দা। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে ঢাকায় এবং নিজ এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে টিএম জহিরুল হক তুহিনের প্রার্থিতা ইতোমধ্যেই আলোচনায় এসেছে। তিনি যদি বিএনপির মনোনয়ন পান, তবে ওই আসনের নির্বাচনী লড়াই হবে জমজমাট। স্থানীয়দের মতে, তাঁর প্রার্থিতা তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট