1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ উত্তরা ইপিজেডে রণক্ষেত্র: শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

পুঠিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম আসামি ফিরোজ র‍্যাব-৫ এর হাতে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্লুলেস হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মো. ফিরোজকে র‍্যাব-৫ সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্লুলেস হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মো. ফিরোজকে র‍্যাব-৫ সাভার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো

রাজশাহী পুঠিয়ায় ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ শীর্ষক চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মো. ফিরোজ (২৫) কে সাভার থেকে র‍্যাব-৫ গ্রেফতার করেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা জেলার সাভার থানার কলমা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-৫ এ গ্রেফতারকৃত আসামিকে আটক করে। ফিরোজ পুঠিয়া থানার উজালপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।

নিহত ভিকটিম একজন গৃহিণী। গত ২৬ মে ২০২৫ বিকেল আনুমানিক ৫:৩০ টায় ভিকটিম পালিত ছাগল আনতে উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ি না ফেরায় তার ছেলে এরশাদ ও ফুফাতো ভাই খোঁজাখুঁজিতে বের হন। ওই সময় এজাহারে উল্লেখিত ছয় জন ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।

রাত আনুমানিক ৮:৩০ টায় উজালপুর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে একজন মহিলার লাশ ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। ভিকটিমের ছেলে লাশ সনাক্ত করেন। তিনি জানান, ২৬ মে বিকেল ৫:৩০ থেকে রাত ৮টার মধ্যে অজ্ঞাতনামা কারণে তার মাকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতি সৃষ্টি করে এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।

পুঠিয়া থানায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ধরতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের আভিযানিক দল ২৭ আগস্ট ২০২৫ তারিখে কলমা এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম আসামী ফিরোজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট