1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা ডিএমপিতে বড় রদবদল: পাঁচ কর্মকর্তা নতুন দায়িত্বে নোয়াখালীতে ডিবি’র অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার-২ বাকেরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, প্রেমিক উধাও বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে আট ওয়ারেন্টভুক্ত আসামি আটক ভাঙচুর-সংঘর্ষের পর এবার লাশ উদ্ধার, ফের আলোচনায় শেরপুরের দরবার নালিতাবাড়ীতে বিজিবির অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ পঞ্চগড়ে করতোয়া নদীতে বালু তুলার সময় বজ্রপাতে ৩ জন আহত বৈষম্যবিরোধী আন্দোলন ব্যর্থ হলে ছাত্ররা আবার ছাত্রলীগে ফিরত: শামীম পাটোয়ারী

মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের এক মুহূর্ত।
মহাদেবপুরে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের এক মুহূর্ত।

এস এম শামীম হাসান, মহাদেবপুর প্রতিনিধি :
“শিক্ষাজীবন যেমন সমগ্র জীবনের প্রস্তুতিপর্ব, তেমনি রাজনৈতিক জীবনের প্রস্তুতিপর্ব হলো ছাত্র রাজনীতি”—এই মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুরে আয়োজন করা হলো সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মাছচত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, সূরা কেরাত প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আহমাদ শাফী। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ শহিদুল আলম, মহাদেবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি নাছির বিন আছগর তৈয়্যবীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন—
“ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল একটি সংগঠন। সত্যের প্রতিষ্ঠা ও উন্নয়নের প্রতিরোধের মাধ্যমেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহিত। আমাদের কার্যক্রম ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ছাত্র সমাজই এ কাজের যোগ্য সৈনিক, কারণ তারাই জাতির ভবিষ্যৎ কর্ণধার।”

অনুষ্ঠানের শেষপর্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ নাজমুল হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিবুল হাসান।

পরে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব ও অবিরাম শিল্পীগোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট