1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা কেন্দুয়ায় সিএনজি চালক নূর জামান হত্যা মামলায় আরো ২ আসামী গ্রেফতার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার রাণীনগরে বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবি, জেলে নিহত শ্রীবরদীতে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ উত্তরা ইপিজেডে রণক্ষেত্র: শ্রমিক নিহত, আহত অন্তত ৩০

শেরপুরে শাপলার টানে ঝরে গেল দুই শিশুর প্রাণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
শাপলার টানে দুই শিশুর মৃত্যু
শাপলার টানে দুই শিশুর মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সদর উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত দুই শিশু হলো—চকপাড়া গ্রামের মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার নুন (৯) এবং একই গ্রামের জয়নুদ্দিনের মেয়ে জেমি (৮)।

স্থানীয়রা জানান, সকালে দুই বান্ধবী ফাহিমা ও জেমি প্রতিবেশী অন্যান্য শিশুদের মতো শাপলা ফুল তুলতে বাড়ির পাশের বলেশ্বর বিলে যায়। প্রতিদিনের মতো তারা আনন্দ-উচ্ছ্বাসে বিলের পানিতে নেমে শাপলা তুলছিল। তবে দুপুর গড়ালেও তারা বাড়িতে ফেরেনি। শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরে এলাকাবাসীর সহায়তায় বিলে নেমে অনেকটা সময় চেষ্টার পর বিলের মাঝখান থেকে তাদের মরদেহ ভেসে ওঠে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে শাপলা তুলতে গিয়ে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে পড়ে যায় তারা। বিলের পানি তুলনামূলক গভীর হওয়ায় সাঁতার না জানায় তারা ডুবে মৃত্যুবরণ করে। এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুই শিশুর মৃত্যুতে পরিবারে শুরু হয়েছে আহাজারি ও মাতম।

শিশুদের অকাল মৃত্যুতে গ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। স্কুলপড়ুয়া এ দুই কিশোরীর প্রাণহীন দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। গ্রামের মানুষ জানান, প্রতিদিনই অনেক শিশু শাপলা তুলতে বিলে যায়, তবে এভাবে দুর্ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি। স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের বিল বা গভীর পানিতে যাওয়া থেকে বিরত রাখতে হবে এবং অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অভিভাবকদের সতর্ক থাকতে হবে যাতে শিশুদের অকারণে এ ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে না দেওয়া হয়।”

এদিকে দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শুধু পরিবার নয়, প্রতিবেশী, স্কুলের সহপাঠী এবং শিক্ষক-শিক্ষার্থীরাও শোকাহত। শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে দুই শিশুকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট