1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ১৮৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিএনপি কার্যালয়ের উদ্বোধন চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন অভয়নগরে ভয়ংকর সন্ত্রাসীদের তাণ্ডবে জনপদ আতঙ্কিত, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা অনুষ্ঠান
প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করছেন।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একইদিন ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোটার ও প্রার্থী সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। একইদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

৩ সেপ্টেম্বর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ ৪ ও ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একইদিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর রাত ৮টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনী কমিশন সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।”

এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই উৎসুকভাবে ভোটগ্রহণে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে আগ্রহ তা প্রমাণ করছে যে, সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের এই দ্বি-বার্ষিক নির্বাচন কেবল ক্লাবের নেতৃত্ব নির্ধারণের জন্য নয়, বরং স্থানীয় সাংবাদিক সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট