1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ১৮৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে মনিগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির বাঘায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা : আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিএনপি কার্যালয়ের উদ্বোধন চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন অভয়নগরে ভয়ংকর সন্ত্রাসীদের তাণ্ডবে জনপদ আতঙ্কিত, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ঝিনাইগাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেনের মতবিনিময় সভা
বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার নানা সমস্যার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, চরাঞ্চলের গ্রামীণ সড়ক সংস্কার ও উন্নয়ন এখন সময়ের দাবি। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শহরের যানজট নিরসন, টিসিবির পণ্য বিতরণে অনিয়ম বন্ধ, লাউচাপাড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন, অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে কার্যকর প্রকল্প হাতে নেওয়া, পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি।

এছাড়াও নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাতির আক্রমণ থেকে জনপদ রক্ষায় পদক্ষেপ গ্রহণ, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা কার্যক্রম চালানো, ধানুয়া কামালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অবকাঠামো সংস্কার ও ধানুয়া কামালপুর স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর দাবিও উত্থাপন করা হয়।

সভায় সাংবাদিকরা আরও দাবি জানান, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, যাতে তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, “বকশীগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে আমাদের সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা আমার জন্য অনুপ্রেরণা হবে।”

সভা শেষে ইউএনও শাহ জহুরুল হোসেন স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট