1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

রংপুরে জাতীয় পরিবেশ অধিদপ্তরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
রংপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (NEMAP) সভায় অংশগ্রহণ করছেন
রংপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (NEMAP) সভায় অংশগ্রহণ করছেন

শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার:
রংপুরে জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা (National Environmental Management Action Plan-NEMAP) প্রণয়নে সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে রংপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ সোহরাব আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. সোহরাব আলি বলেন, “পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সরকার জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এটি সফল করতে হলে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। পরিবেশ রক্ষায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি মানুষকেই দায়িত্ব নিতে হবে।”

তিনি আরও বলেন, “ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মানুষের সেবা দেওয়ার সময় যেন পরিবেশের ক্ষতি না করে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যসেবা আরও নিরাপদ ও টেকসই করতে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অপরিহার্য।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। নিয়ম মানায় অনীহার কারণে পরিবেশ দূষণ দিন দিন বাড়ছে। নগরায়ণ ও শিল্পায়নের ফলে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। বিশেষ করে ইটভাটা পরিবেশের জন্য ভয়াবহ হুমকি। এ কারণে জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে।”

সভায় অংশগ্রহণকারীরা রংপুরে আধুনিক ল্যাবরেটরি স্থাপন করে পানি পরীক্ষা, শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করা, জাপানের অভিজ্ঞতা অনুসরণ করে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, আবাসিক এলাকায় শিল্পকারখানা ও আবাদি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধ করা এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার হ্রাস করার বিষয়ে মতামত দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক নুর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাইদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম। এছাড়া রংপুর বিভাগের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট