শাহিন হাওলাদার
বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আবারও শুরু হয়েছে অসহনীয় লোডশেডিং। দিন-রাত মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ৮-১০ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ গরমজনিত নানা রোগে ভুগছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বারবার ফোন করলেও পল্লী বিদ্যুৎ অফিস সাড়া দিচ্ছে না। ঘন ঘন বিদ্যুতের ওঠানামার কারণে অনেকের অভিযোগ— বেশি ইউনিট কেটে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ গ্রাহকরা।
এদিকে শহরজুড়ে অসংখ্য ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজ সচল থাকলেও বাসা-বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অনেকেই বলছেন, চার্জিং গ্যারেজগুলোর অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারই লোডশেডিংয়ের অন্যতম কারণ। গরমে অতিষ্ঠ হয়ে মানুষ চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন, সুযোগে এক শ্রেণির ব্যবসায়ী এসব ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছে।
দেশজুড়ে চলমান তাপদাহের মধ্যে বাকেরগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইফতার, তারাবিহ কিংবা সাহরির সময় বিদ্যুৎ না থাকায় ধর্মীয় কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।
অভিযোগ উঠেছে, বিদ্যুৎ অফিস থেকে শিডিউল দেওয়া হলেও সেটি মানা হচ্ছে না। বারবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল ইসলাম জানান, “গত দুই-এক দিন পাওয়ার সংকট থাকায় কিছু এলাকায় লোডশেডিং হয়েছে। তবে এখন আর লোডশেডিং হবে না বলে আশা করছি।”