1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

নবীনদের আগমনে মুখরিত হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে
হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাইওনিয়ার কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ মোঃ মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আলতাফ হোসেন, দেবব্রত ভদ্র ও মির সাফায়েত হোসেন।

নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ তোরাব আলী গাজী। এছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আঃ বারী, তপন চন্দ্র সিংহ, হরিদাস কুমার মন্ডল এবং মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানে কলেজের জিএম মনিরুল ইসলামও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জীবেশ চন্দ্র রায় ও প্রভাষক আঃ হালিম সানা। নবীন শিক্ষার্থীরা গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীন তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন, যাতে তারা পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ হতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজে ইতিবাচক অবদান রাখতে পারবে।

প্রধান অতিথি ডঃ মোঃ মোকাররম হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন অধ্যায়ের শুরুতে অধ্যয়ন ও গবেষণার প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অধ্যাবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি কলেজের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। নবীন শিক্ষার্থীদের আগমন কলেজের পরিবেশকে উদ্দীপ্ত করে তোলে এবং শিক্ষাক্ষেত্রে নতুন উৎসাহ ও উদ্দীপনা যোগ করে।

এই নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি শুভ সূচনা হিসেবে বিবেচিত হয়েছে এবং কলেজের ঐতিহ্য ও শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যকে এগিয়ে নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট