আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘায় টানা ভারি বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়া একশ’রও বেশি পরিবারের পাশে দাঁড়ালেন আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। মানবিক সহায়তা হিসেবে এসব পরিবারের মাঝে চাল, ডাল ও মুড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর মিঞা পাড়া, ক্ষুদিছয়ঘটি গ্রামের খা পাড়া ও হিজলপল্লী এলাকায় এই সহায়তা পৌঁছে দেন মিঠুর পিতা, অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম।
এসময় তিনি জানান, তার ছেলে মিঠু দীর্ঘদিন ধরেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি সবসময় এগিয়ে আসেন।
সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সেক্রেটারি জামবার আলী, চন্ডিপুর বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি ছমির উদ্দীন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা, বিএনপির ওয়ার্ড সভাপতি সাবাজ আলী, যুবদলের ওয়ার্ড সভাপতি মামুন হোসেন, আব্দুল হামিদ মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।