1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী আমিন ব্যাপারীর মৃত্যু মোহনপুরে জমি বিরোধে কৃষক পরিবারে রক্তক্ষয়ী হামলা, আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগীদের বাঘায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার শেরপুরে বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সাফল্যের এক বছর পূর্তি পঞ্চগড়ে রায় হোমিও দোকানে অভিযান, বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট জব্দ ও ৪০ হাজার টাকা জরিমানা ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে প্রেমিকার ভিডিও ছড়ালেন প্রেমিক, র‍্যাবের হাতে গ্রেপ্তার ডিমলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত বাঘায় ২১তম বিরাট ইসলামী জালসা ও খতমে ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হৃদয় শাহ্-আলমকে যুগ্ম আহ্বায়ক করে জাপার ছাত্র সমাজ সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি সিলেট বিভাগে নতুন সাংগঠনিক টিম ঘোষণা করেছে। হৃদয় শাহ্-আলমকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, যা সিলেটের ছাত্র সমাজকে শক্তিশালী করবে।

স্টাফ রিপোর্টার

জাতীয় সমাজতান্ত্রিক ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন বিভাগীয় টিম ঘোষণা করেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই ঘোষণায় হৃদয় শাহ্-আলমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সঞ্চার হয়েছে।

সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে: প্রধান সমন্বয়ক হিসেবে বিষ্ণু দেব, আহ্বায়ক হিসেবে সুমন আহমেদ স্বপন, সদস্য সচিব হিসেবে নিয়ামুল করিম তুষ এবং সদস্য হিসেবে রুবেল মিয়া ও কাউসার মাহমুদ। নতুন এই কমিটি জেলার, মহানগরের, উপজেলার, থানার এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সমন্বয় করবে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেট বিভাগের অধীনে সমস্ত ইউনিট আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করবে এবং সেই প্রস্তাবনা কেন্দ্রীয় কমিটির নিকট জমা দেবে। এটি নিশ্চিত করবে যে, বিভাগীয় কমিটি সুসংগঠিতভাবে কাজ করতে পারবে এবং ছাত্র সমাজের কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক মো. মাকসুদ ইকবাল তপন (বিপ্লব) এবং সদস্য সচিব মো. আরিফ আলী। তারা জানিয়েছেন, এই সিদ্ধান্তে সিলেট বিভাগে ছাত্র সমাজের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার পাশাপাশি নতুন নেতৃত্বের উদ্দীপনা জাগানো সম্ভব হবে।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, হৃদয় শাহ্-আলমকে যুগ্ম আহ্বায়ক করার সিদ্ধান্ত সিলেট অঞ্চলে ছাত্র সমাজকে শক্তিশালী করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করবে। তাদের প্রত্যাশা, নতুন সাংগঠনিক টিমের নেতৃত্বে সিলেট অঞ্চলে ছাত্র সমাজের কর্মকাণ্ডে গতিশীলতা ও প্রভাব বৃদ্ধি পাবে।

কমিটির কাজের মধ্যে থাকবে স্থানীয় ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ছাত্র সমাজের উপস্থিতি এবং কার্যক্রম বৃদ্ধিতে সহায়তা করা, এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যমে সিলেট বিভাগের সকল ইউনিটকে সমন্বিতভাবে পরিচালনা করা।

নতুন কমিটির ঘোষণার পর স্থানীয় নেতারা জানিয়েছেন, তারা হৃদয় শাহ্-আলমের নেতৃত্বে একটি সক্রিয় ও ফলপ্রসূ টিমের প্রত্যাশা করছেন। তারা আরও বলেন, এই সাংগঠনিক পদক্ষেপ ছাত্র সমাজকে আরও সুসংগঠিত করবে এবং সিলেটের ছাত্র সমাজের মধ্যে নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

এভাবে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সিলেট বিভাগের সকল ইউনিট আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ কমিটি গঠন করে কেন্দ্রের নিকট প্রেরণ করবে। এটি নিশ্চিত করবে যে, ছাত্র সমাজের কার্যক্রম আরও সুষ্ঠু, সমন্বিত ও শক্তিশালী হবে। নতুন কমিটি সিলেট বিভাগের শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে ছাত্র সমাজকে আরও গতিশীল ও প্রভাবশালী করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট