রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে মা হারা অসহায় দুই শিশু প্রীতম ও প্রিয়সীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় দুই শিশুর কাকা পলাশ প্রামানিক ও উপজেলা পরিষদের সিএ আনছার আলী উপস্থিত ছিলেন।
প্রীতম (৭ম শ্রেণি) ও প্রিয়সী (২য় শ্রেণি) উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামের সন্তান। তাদের বাবা কম বুদ্ধিসম্পন্ন ডাবলু প্রামানিক পরিবারে সঠিক দায়িত্ব পালন করতে না পারায় শিশু দু’টির দেখাশোনা করছেন কাকা পলাশ প্রামানিক।
চেক হাতে পেয়ে খুশিতে ভরে ওঠে দুই শিশুর চোখেমুখ। তারা জানায়, পড়াশোনা চালিয়ে যেতে চায় তারা। কাকা পলাশ আনন্দে আবেগাপ্লুত হয়ে ইউএনওসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং দুই শিশুর পাশে থাকার আহ্বান করেন।
ইউএনও মো. রাকিবুল হাসান তাদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দুই ভাই-বোন পড়াশোনা চালিয়ে যাবে। যেকোনো সমস্যায় আমাকে জানাবে, আমি সবসময় তোমাদের পাশে আছি।”
উল্লেখ্য, গত ১১ এপ্রিল চিকিৎসার অভাবে নিজ বাড়িতে মারা যান শিশু দু’টির মা পূর্ণিমা। মৃত্যুর আগের দিনও তার ইচ্ছে ছিল সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়া। সেই অপূর্ণ স্বপ্ন পূরণের চেষ্টায় এগিয়ে আসছেন তাদের কাকা, আর প্রশাসনের সহায়তা সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন আশার আলো জাগাচ্ছে।