শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি /
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে যানজট সৃষ্টিকারী অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এর নেতৃত্বে উপজেলার বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেয়:
বাকেরগঞ্জ থানা পুলিশ
বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষ
অভিযানে যেসব পদক্ষেপ নেওয়া হয়:
যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর নিষেধাজ্ঞা
বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় সড়কে অবৈধভাবে পার্ক করা যানবাহন, মোটরসাইকেল, মাহিন্দ্রা সরিয়ে নেওয়া
সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা
ইউএনও রুমানা আফরোজ জানান:
“ঈদের পর কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি রোধে আমরা অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এই অভিযান চালিয়েছি। একইসঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যেন যানজট না হয়, সেটাও নিশ্চিত করছি।”
তিনি আরও বলেন,
“এই অভিযান চলমান থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
জনস্বার্থে এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।