মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে অনুষ্ঠিত হলো ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মতবিনিময়, পরিচিতি ও দোয়া অনুষ্ঠান।
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক শামসুল ইসলাম তারেকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ঢাকা মোহাম্মদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জহুরুল ইসলাম
সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম প্রামাণিক
কবি ও সাবেক শিক্ষক আজিজুর রহমান
তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান
সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সশস্ত্র কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের নির্বাহী পরিচালক আবু শামা। তিনি বলেন, ভর্তি কার্যক্রমের শুরুতে প্রথম ২০ জন শিক্ষার্থীর জন্য ৩০% থেকে ৪০% পর্যন্ত ছাড় থাকবে। এছাড়া মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ প্যাকেজ সুবিধা।
বক্তারা জাপানি ভাষা শিক্ষার গুরুত্ব ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নবীন শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের পরিচালক আলহাজ্ব ফটিক মিয়া, শহিদুর রহমান ও শিক্ষক অর্ণব তাহসিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।