শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস. এম. এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, মো. ইসরাফিল মোড়ল, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ভ্যাকসিন ক্যাম্পেইন দেশের শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।