1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

তথ্যের বন্যায় সত্য সংবাদ চিনে নেওয়াই বড় চ্যালেঞ্জ — আনোয়ার আল দীন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে
লন্ডন বাংলা প্রেসক্লাবের ‘ফিউচার অব নিউজ’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন
লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘ফিউচার অব নিউজ’ অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখছেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আল দীন।

নিউজ ডেস্ক:
“ডিজিটাল যুগে এখন সবাই তথ্যের ভেতরে বাস করছে। কিন্তু এই তথ্যের বন্যায় প্রকৃত সংবাদটি চিনে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” — এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন।

লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আনোয়ার আল দীন বলেন, “ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকদের উচিত সস্তা সংবাদের প্রতিযোগিতায় না জড়িয়ে, মানসম্পন্ন ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়া।” তিনি আরও বলেন, “প্রযুক্তি সংবাদকে যেমন সহজলভ্য করেছে, তেমনি সত্যতা যাচাইয়ের নতুন চ্যালেঞ্জও এনেছে। ভবিষ্যতের সাংবাদিকতা হবে আরও তথ্যনির্ভর (data-driven) ও দ্রুততর।”

সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম, সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন।

আলোচনা শেষে আনোয়ার আল দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, “বর্তমানে মিডিয়ায় নতুন এক বিবর্তন চলছে। অনেক সময় একটি সোশ্যাল মিডিয়া পোস্টই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু শেষ পর্যন্ত পাঠক আস্থা রাখবেন সেই সংবাদমাধ্যমেই, যারা অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ।”

সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “আমরা চাই লন্ডন বাংলা প্রেসক্লাবের এমন আয়োজন হোক, যা শুধু সংবর্ধনা নয়— সাংবাদিকতার জন্যও শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট