1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারে এ্যাড. নজরুল ইসলাম খান রাজনের পথসভা ও গণসংযোগ নালিতাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল তৃতীয় শ্রেণির ছাত্র আশরাফুলের — এলাকায় শোকের ছায়া গাজীপুরে প্রজেক্ট হেলথ-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা — মানবতার ছোঁয়া ছড়িয়ে দিচ্ছেন ডা. মোতাছিম বিল্লাহ আলম শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি আগুনে পুড়ে ছাই দিনমজুর কালামের ঘর, খোলা আকাশের নিচে পরিবার পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ

টঙ্গীতে ড্রেনের ভেতরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ, এলাকায় চরম আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে ড্রেনের ভেতর গ্যাস লাইনে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা
টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ড্রেনের নিচে গ্যাস লাইনে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ড্রেনের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানার পাশের খাঁ-পাড়া স্কুলের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তেই আশপাশের দোকানপাটের কর্মচারী ও পথচারীরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ড্রেনের নিচে থাকা গ্যাস লাইনে লিকেজ থাকায় গ্যাস কোম্পানির কর্মীরা জরুরি মেরামত কাজ শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এখন গ্যাস লাইন মেরামতের কাজ চলছে।”

বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা বাসাবাড়ি থেকে বেরিয়ে পড়েন। অনেকেই অভিযোগ করেছেন, এলাকার পুরোনো গ্যাস লাইনগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ায় এগুলো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিস্ফোরণস্থল ঘিরে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট