“ক্রীড়াকে ভালোবাসি, মাদককে না বলি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায় জনতা বাজার ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের জনতা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামগঞ্জ একাদশ ১–০ গোলে হোসেনপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আনিছ আহমেদ হানিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী এবং চাটখিল প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা নূরুল আমিন, জনতা বাজার কমিটির সাধারণ সম্পাদক মিরাজ ভূঁইয়া, সেলিম বিএসসি, সিরাজুল ইসলাম হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।
রামগঞ্জ একাদশ পেয়েছে ৫০ হাজার টাকা ও ট্রফি, আর রানার্সআপ হোসেনপুর একাদশ পেয়েছে ৩০ হাজার টাকা ও ট্রফি।
আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।