1. live@www.newsgrambangla.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার কমলনগরে মহিলা মেম্বারের বসতঘরে আগুন, বিক্ষুব্ধ জনতার অভিযানে দুজন নারী আটক ব্যানার-ফেস্টুনে মুখর ডিমলা: বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে উৎসবের আমেজ ইসলামপুরে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণে বাধা, হত্যা-লুটপাটের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ পরানপুরে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংবাহুড়া তরুণ সংঘের জয়ধ্বনি পরিত্যক্ত ভবনে পাগলীর কোলজুড়ে নতুন জীবন, নেই বাবার পরিচয় — মানবিক সহায়তার আহ্বান শেরপুরে সিজার অপারেশনে প্রসূতির মৃত্যু: উত্তেজিত জনতা এভারকেয়ার হাসপাতাল ঘেরাও, চিকিৎসকের অবহেলা অভিযোগ

ডিমলায় সুস্থ জীবনের বার্তা নিয়ে শিক্ষার্থীদের র‍্যালি ও প্রদর্শনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপনে শিক্ষার্থীরা র‍্যালিতে অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীরা র‍্যালি ও প্রদর্শনীর মাধ্যমে পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনের বার্তা দিচ্ছে।

নীলফামারী (প্রতিনিধি):
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উদ্‌যাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাগণ এতে অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনাসভা ও হাত ধোয়ার প্রদর্শনী। প্রদর্শনীতে শিক্ষার্থীরা হাতে-কলমে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শিখেছে, যা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

প্রধান অতিথি, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় অজান্তেই আমাদের হাত রোগজীবাণু ছড়ানোর মাধ্যম হয়ে ওঠে। তাই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সুস্থ জীবনের পূর্বশর্ত। আমরা চাই, আগামী প্রজন্ম সুস্থ, সচেতন ও নৈতিকভাবে শক্তিশালী নাগরিক হয়ে গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের জাতি হোক আলোকিত ও দায়িত্বশীল। আগামী দিনের শিশুরাই হবে সেই উজ্জ্বল নক্ষত্র, যাদের অনুসরণ করবে পুরো সমাজ।”

উল্লেখ্য, বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়ে আসছে। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত বিশ্ব পানি সপ্তাহে “গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ (GHP)” এর উদ্যোগের পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম এবং সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর রহমান সহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট