শেরপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় শেরপুর জেলাতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে পরীক্ষাসমূহ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শুরুর দিন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলীর সাথে কথা বলেন এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম এবং পরীক্ষায় নিয়োজিত শিক্ষক-পরিদর্শকবৃন্দ।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।