মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ জুন) ভোররাতে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র একটি টহল দল। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় এসব মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদকসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির টহল দল সদা সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।”